Return Policy
🔄 LanderBD রিটার্ন ও এক্সচেঞ্জ নীতি
1. ডেলিভারির সময় রিটার্ন
-
ডেলিভারি গ্রহণের আগে পণ্য ভালোভাবে চেক করুন।
-
ভুল/ড্যামেজ হলে সঙ্গে সঙ্গেই রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।
-
ভুল/ড্যামেজ আইটেম না হলে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।
2. ডেলিভারির পর রিটার্ন (৩ দিনের মধ্যে)
-
পণ্য অব্যবহৃত, অক্ষত ও ট্যাগসহ আসল প্যাকেজিংয়ে থাকতে হবে।
-
৩ দিনের মধ্যে এক্সচেঞ্জ রিকোয়েস্ট করা যাবে।
3. রিটার্ন প্রক্রিয়া
-
Facebook, WhatsApp বা ওয়েবসাইট চ্যাটে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করুন।
-
অর্ডার নম্বর, কন্টাক্ট ইনফো ও সমস্যার কারণ জানান।
-
রিটার্ন শিপিং কাস্টমারের দায়িত্ব। তবে ভুল/ড্যামেজ হলে ল্যান্ডারবিডি বহন করবে।
4. রিফান্ড ও এক্সচেঞ্জ
-
এক্সচেঞ্জ: রিটার্ন প্রোডাক্ট চেক করার পর রিপ্লেসমেন্ট পাঠানো হবে (স্টক থাকলে)।
-
রিফান্ড: এক্সচেঞ্জ সম্ভব না হলে মূল পেমেন্ট বা স্টোর ক্রেডিটের মাধ্যমে ৭–১০ কার্যদিবসে।
5. বিশেষ নোট
-
সেল, ফ্ল্যাশ সেল বা ক্লিয়ারেন্স থেকে কেনা পণ্য রিটার্ন/এক্সচেঞ্জ করা যাবে না।
-
নিরাপত্তার জন্য পণ্য গ্রহণের আগে আনবক্সিং ভিডিও করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ধন্যবাদ Lander BD কে বেছে নেওয়ার জন্য 💖